Hi-Guys ┈ ⋞ 〈〉 ⋟ ┈ i am 〈 Md Abdur Rauf 〉 Click On English

4 পিন ও 6 পিন ডিসি রিলে সম্পর্কে বিস্তারিত আলোচনা।

4 Pin Relay কি, 6 Pin Relay কি, 4 পিন রিলে এর কাজ কি, 4 পিন রিলে কোথায় ব্যবহার করা হয়, 6 পিন রিলে এর কাজ কি, 6 পিন রিলে কোথায় ব্যবহার করা হয়

4পিন রিলে এর কাজ কি, 4পিন রিলে কোথায় ব্যবহার করা হয়, 6পিন রিলে এর কাজ কি, 6পিন রিলে কোথায় ব্যবহার করা হয়, 4 Pin Relay এবং 6 Pin Relay কি

আমরা যে সকল রিলে বহুল ব্যবহার করে থাকি তার চেয়ে একটু ব্যতিক্রম ধরনের রিলে হচ্ছে: 4 পিন ও 6 পিন রিলে। সাধারণ রিলে গুলোর চারটি অংশ থাকে ১। কয়েল পাওয়ার লাইন, ২। কমন টার্মিনাল ৩। NC টার্মিনাল, ৪। NO টার্মিনাল কিন্তু সেখানে 4 পিন ও 6 পিন রিলেতে শুধু কয়েল পাওয়ার লাইন ও NO টার্মিনাল থাকে।

4 পিন ও 6 পিন রিলের ব্যবহার:
১। ইলেকট্রনিক্স সার্কিট ব্যবহার করা হয়।
২। রোবটিক্স প্রজেক্টে ব্যবহার করা হয়।
৩। এসি লোড কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়।
৪। বিভিন্ন মডিউল তৈরি করতে ব্যবহার করা হয়।
৫। সেন্সর এর আউটপুট দেওয়ার জন্য ব্যবহার করা হয়।

4 পিন রিলে:
এই রিলেতে সর্বমোট চারটি টার্মিনাল থাকে। টার্মিনাল গুলো দুই ভাগে বিভক্ত নিচে বিস্তারিত দেওয়া হলো:-
১। দুইটি টার্মিনাল কয়েলের পাওয়ার দেওয়ার জন্য। একটি পজেটিভ টার্মিনাল (+) চিহ্ন দ্বারা গায়ে মার্কিং করা থাকে। এবং একটি নেগেটিভ টার্মিনাল (-) চিহ্ন দ্বারা গায়ে মার্কিং করা থাকে।
২। দুইটি টার্মিনাল ইনপুট ও আউটপুট যা সুইচিং করার জন্য ব্যবহার করা হয়। সুইচিং টার্মিনাল দুটির মধ্য স্বাভাবিক অবস্থায় N/O পজিশনে থাকে। অর্থাৎ নরমালি ওপেন অবস্থায় থাকে। যখন কয়েলে ডিসি পাওয়ার প্রদান করা হয়। তখন রিলেটি একটিভ হয়ে যায় NO পরিবর্তন হয়ে NC হয় যায়। ফলে খুব সহজে ইনপুট থেকে আউটপুটে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে।

৪ পিন রীলে কানেশন ডায়াগ্রামঃ 

6 পিনরিলে:
6 পিন রিলে এর গঠনপ্রণালী 4 পিন রিলের মতই কয়েলে পাওয়ার দেওয়ার জন্য। একটি পজিটিভ (+) টার্মিনাল ও একটি নেগেটিভ (-) টার্মিনাল রয়েছে। তবে একটু ভিন্নতা রয়েছে কারণ দুটি পিন বেশি রয়েছে। 4 পিন রিলেতে একটি অংশ সুইচিং কাজ করে। যা দ্বারা একটিমাত্র ডিভাইস কে কন্ট্রোলিং করা যায়। কিন্তু 6 পিন রিলেতে দুইটি সুইচিং অংশ থাকে ফলে একুই সময়ে আলাদা আলাদা ভাবে দুইটি ডিভাইস কন্ট্রোলিং করা যায়। যখন কয়েলে ডিসি ভোল্টেজ প্রদান করা হয়। তখন দুটি NO কন্টাক্ট NC তে পরিবর্তন হয়। ফলে আউটপুটে সংযুক্ত ডিভাইস বা লোড দুটি চলতে শুরু করে।

৬ পিন রীলে কানেশন ডায়াগ্রামঃ 



إرسال تعليق